রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ ভুবনেশ্বরের জনতা ময়দানে অষ্টাদশ প্রবাসী ভারতীয় দিবস সম্মেলনে অংশ নেবেন। গতকাল সন্ধ্যায় ওড়িশার রাজধানীতে পৌঁছে রাষ্ট্রপতি প্রায় ৭৫টি দেশ থেকে আসা অনাবাসী ভারতীয়দের উদ্দেশে বক্তব্য রাখেন। গত বুধবার থেকে শুরু হওয়া তিন দিনব্যাপী সম্মেলনের আজই শেষ দিন। সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
রাষ্ট্রপতি মুর্মু, বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্বের জন্য প্রবাসী ভারতীয় সম্মান প্রদান করবেন। এই পুরস্কার হল অনাবাসী ভারতীয়, ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি প্রতিষ্ঠিত ও পরিচালিত কোনও সংস্থা বা প্রতিষ্ঠানকে প্রদত্ত সর্বোচ্চ সম্মান, যারা ব্যতিক্রমী সামাজিক ও মানবিক কাজের মাধ্যমে ভারতে বা বিদেশে উল্লেখযোগ্য অবদান রেখেছেন।