রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু গতকাল মৌরিতানিয়ার রাষ্ট্রপতি মহাম্মেদ ঔধ খাজৌয়ানির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। এছাড়া প্রতিনিধি পর্যায়েও তাদের মধ্যে কথা হয়েছে। দ্বিপাক্ষিক সম্পর্ককে মজবুত করতে দুদেশের মধ্যে চারটি মৌ স্বাক্ষরিত হয়। আন্তর্জাতিক ক্ষেত্রে শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে পারস্পারিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক দৃঢ় করার জন্য ভারত এবং মৌরিতানিয়ার বিদেশমন্ত্রকের মধ্যে আলোচনার একটি চুক্তি স্বাক্ষারিত হয়েছে। দ্বিতীয় চুক্তিটি হয়েছে দু দেশের বৈদেশিক সম্পর্কের প্রশিক্ষণ প্রতিষ্ঠান তৈরির ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে এবং তৃতীয় মৌ স্বাক্ষরিত হয় কূটনীতিক এবং ঐ দপ্তরের আধিকারিক পাসপোর্টধারীদের ভিসার ক্ষেত্রে ছাড়ের বিষয়ে। ২০২৪ থেকে ২০২৮ পর্যন্ত ভারত ও মৌরিতানিয়ার মধ্যে সাংস্কৃতিক সম্পর্কের আদান প্রদান বিষয়ে চতুর্থ সমঝোতা পত্র স্বাক্ষরিত হয়। । রাষ্ট্রপতি মৌরিতানিয়ার ভারতীয় সম্প্রদায়ের সঙ্গেও কথা বলেন।
এরপর তিনি তিন দেশ সফরের শেষ পর্যায়ে মালাউই যাওয়ার জন্য রওনা হন। সেখানকার নেতৃত্বের সঙ্গে তিনি দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন এবং কথা বলবেন ঐ দেশে বসবাসকারী ভারতীয়দের সঙ্গে।