রাশিয়া এবং ইউক্রেন সংঘর্ষ-এর শান্তিপূর্ণ সমাধান খুঁজে বার করতে দুই নেতার মধ্যে কথা হয়েছে বলে বিদেশ সচিব বিক্রম মিশ্রী জানিয়েছেন। শ্রী মোদীর রাশিয়া সফর নিয়ে এক বিশেষ সাংবাদিক বৈঠকে তিনি জানান, ইরানের চাবাহার বন্দর নিয়ে সেদেশের রাষ্ট্রপতি এবং পশ্চিম এশিয়ার পরিস্থিতি সম্পর্কে বিভিন্ন নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ভারত ও চীনের মধ্যে সীমান্তে নজরদারি চালানো নিয়ে যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে, তার বেশ কিছু দিক রয়েছে বলে তিনি উল্লেখ করেন। আগামীকাল চীনের রাষ্ট্রপতি শি জিনপিং-এর সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাতের কর্মসূচী রয়েছে বলে শ্রী মিশ্রী জানান।
Site Admin | October 22, 2024 9:50 PM