রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে, পরমাণু শক্তিধর কোনো রাষ্ট্র যদি অপর কোনো দেশকে রাশিয়া আক্রমণে মদত দেয়, তাহলে সেই কাজকেও আগ্রাসন হিসেবে গণ্য করা হবে। গতকাল মস্কোতে রুশ নিরাপত্তা পরিষদের বৈঠকে তিনি বলেন, এই ধরণের কাজকর্মকে যৌথ আক্রমণ হিসেবেই রাশিয়া মনে করবে।
সম্প্রতি ইউক্রেন রুশ সামরিক ঠিকানাগুলিকে লক্ষ্যে করে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি চেয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ও সহযোগী দেশগুলির কাছে। এর প্রেক্ষিতেই রুশ রাষ্ট্রপতির এই হুশিয়ারি বলে মনে করা হচ্ছে।