রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, ইউক্রেন এই প্রথম মার্কিন যুক্তরাষ্ট্রের সরবরাহ করা দূর পাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রুশ এলাকায়। ওয়াশিংটন এই ধরনের ক্ষেপণাস্ত্র নিক্ষেপের অনুমতি দেয়ার ১ দিন পরেই এই ধরনের হামলা চালানো হোল।
ইউক্রেনের সীমান্তবর্তী ব্রায়ান্সক এলাকায় ৬ টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এর মধ্যে একটি থেকে আগুন ধরে যায় সামরিক ঘাঁটিতে। তবে বড় রকমের কোন ক্ষয় ক্ষতি হয়নি।