রাশিয়া বলেছে যে তারা, ইউক্রেনের সঙ্গে সংঘর্ষের বিষয়ে, দুপক্ষের জন্য সমান এবং পারস্পরিক ভাবে সম্মানজনক আলোচনায় প্রস্তুত। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ্ জানিয়েছেন, তারা এবিষয়ে ইতিবাচক সাড়া পাওয়ার অপেক্ষায় রয়েছেন। ইউক্রেনের সঙ্গে প্রায় তিন বছর ধরে চলা সংঘর্ষের অবসানে চুক্তিতে না পৌঁছলে রাশিয়ার বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা জারি করা হবে বলে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প গত বুধবারই হুঁশিয়ারি দেন।
অন্যদিকে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের এই নিষেধাজ্ঞ া আরোপের হুঁশিয়ারিতে রাশিয়া নতুন কিছু দেখছে না বলে দিমিত্রি পেসকভ মন্তব্য করেছেন। আর কোনো পদক্ষেপ করার আগে, ইউক্রেনের সঙ্গে সংঘর্ষের অবসানের জন্য চুক্তি সম্পর্কে ট্রাম্পের অভিপ্রায় ক্রেমলিনের জানা দরকার বলে রাষ্ট্রসঙ্ঘে রাশিয়ার উপ রাষ্ট্রদূত দিমিত্রি পোলিয়ানস্কির মন্তব্যের প্রেক্ষিতে এই জবাব।