প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সব ধরনের সন্ত্রাসবাদের তীব্র নিন্দা করেছেন। মস্কোয় রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে তিনি বলেন, ভারত, গত ৪০-৫০ বছর ধরে এর মোকাবিলা করছে। তাই মস্কো কিংবা দাগেস্তানে, জঙ্গি কার্যকলাপের বেদনা ভারত অনুভব করে।
ভারত-রাশিয়া সম্পর্ক আগামী বছরগুলিতে আরও জোরদার হবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, গত ১০ বছরে তাঁরা ১৭ বার বৈঠক করেছেন। গোটা বিশ্ব যখন জ্বালানি সঙ্কটে ভুগছে, তখন রাশিয়ার সমর্থন ভারতকে পেট্রোল ও ডিজেলের চাহিদা পূরণে সাহায্য করেছে।
মস্কোয় অজ্ঞাত সেনাদের সমাধিতে আজ শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী। ক্রেমলিনে অবস্থিত এই সৌধ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রাণ হারানো সোভিয়েত সৈন্যদের প্রতি নিবেদিত। মস্কোয় ‘অল রাশিয়ান এক্সিবিশন সেন্টার’-ও আজ পরিদর্শন করেন তিনি। সঙ্গে ছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। উভয় নেতা প্রদর্শনী কেন্দ্রে রোসাটম প্যাভিলিয়ন ঘুরে দেখেন। অসামরিক পরমাণু শক্তি ক্ষেত্রে ভারত-রাশিয়া সহযোগিতা নিয়ে তৈরি একটি আলোকচিত্র প্রদর্শনী প্রত্যক্ষ করেন শ্রী মোদী ।
এর আগে মস্কোয় প্রবাসী ভারতীয়দের এক অনুষ্ঠানে যোগ দিয়ে শ্রী মোদী বলেন, ভারতকে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত করাই তৃতীয় মেয়াদে তাঁর সরকারের মূল লক্ষ্য।