রাশিয়ার কাজানে ব্রিকস শীর্ষ সম্মেলনের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গতরাতে নতুন দিল্লিতে এসে পৌঁছেছেন। সফরকালে শীর্ষ সম্মেলনের পাশাপাশি প্রধানমন্ত্রী,চীনের রাষ্ট্রপতি শিং জিনপিং ,রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন এবং নবনির্বাচিত ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেসকিয়ানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। এছাড়াও উজবেকিস্তানের রাষ্ট্রপতি শাভকত মিরজিইয়োয়েভ এবং সংযুক্ত আরব আমিরশাহীর রাষ্ট্রপতি শেখ মোহামেদ বিন জায়েদ আল নাহিয়ান-এর সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠক করেছেন মোদি।
আগেই জানানো হয়েছে,কাজানে ষোড়শ ব্রিকস শিখর সম্মেলনের ফাঁকে চীনের রাষ্ট্রপতি শি জিন পিং-এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে প্রধানমন্ত্রী ভারত ও চীনের মধ্যে যাবতীয় মতপার্থক্যের যথাযথ সমাধান এবং শান্তি ও স্থিতাবস্থা যাতে বিঘ্নিত না হয়, তার ওপর জোর দেন। সীমান্ত এলাকায় শান্তি ও স্থিতাবস্থা বজায় রাখার বিষয়টি তদারকি করতে এবং ন্যায্য ও পারস্পারিক গ্রহণযোগ্য সমাধান খুঁজে বের করতে বিশেষ প্রতিনিধিরা শীঘ্রই বৈঠকে বসবেন বলে দুই নেতাই সহমত হয়েছেন। খোলা মনে দুই দেশের মধ্যে আলোচনা হবে বলে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেছেন।
এদিকে বৈঠকের পর সাংবাদিকদের কাছে বিদেশ সচিব বিক্রম মিশ্রী বলেন, দুই নেতাই কূটনৈতিক ও সামরিক উভয় পথে দুপক্ষের মধ্যে যে সমঝোতা হয়েছে, তাকে স্বাগত জানিয়েছেন।