রাজ্য সরকার ২০২৪-২৫ অর্থবর্ষে পণ্য ও পরিষেবা কর-জিএসটি বাবদ গত অর্থ বছরের তুলনায় ৪ হাজার ৮০৮ কোটি টাকা বেশি সংগ্রহ করেছে।
এই অঙ্ক আগের অর্থবর্ষের তুলনায় ১১.৪৩ শতাংশ বেশি। সামাজিক মাধ্যমে এক পোস্টে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন, ২০২৪-২৫ অর্থবর্ষে জিএসটি আদায়ে দেশের সার্বিক বৃদ্ধির হার ছিল ৯.৪৪ শতাংশ। বাংলায় তার তুলনায় জিএসটি সংগ্রহ বৃদ্ধির হার প্রায় ২ শতাংশ বেশি।
শুধু জিএসটি সংগ্রহ নয়, জমির রেজিস্ট্রেশন থেকে স্ট্যাম্প ডিউটি উভয়ই বেড়েছে লক্ষ্যনীয়ভাবে।
রাজ্যের এই সাফল্যের কথা উল্লেখ করে অর্থ দফতরকে অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী।