রাজ্য সরকার হাওড়ার আমতায় একটি ফাউন্ড্রি পার্ক তৈরির কাজ শুরু করেছে। ৮০ বিঘা জমির উপরে ১০০টির বেশি ফাউন্ড্রি ইউনিট গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে রাজ্য শিল্পোন্নয়ন নিগম সূত্রে জানা গেছে। ইতিমধ্যেই হাওড়া গ্রামীণের কুরিট গ্রামে শুরু হয়েছে এই পার্কের প্রাথমিক পর্যায়ের পরিকাঠামো উন্নয়নের কাজ। দেড় কোটি টাকা ব্যয়ে রাস্তা, নিকাশি নালা সহ বিভিন্ন পরিকাঠামোগত উন্নয়নের কাজ চলছে। ইতিমধ্যে হাওড়ার পাচঁলায় ফাউন্ড্রি শিল্পের বড় ইউনিটগুলোর একটি তালুক গড়ে উঠেছে। নতুন শিল্প তালুকে জায়গা পাবে ছোট ইউনিট গুলি।
রাজ্য সরকার পশ্চিম মেদিনীপুরে ৪টি নতুন শিল্প তালুক গড়ার সিদ্ধান্ত নিয়েছে। গড়বেতা-১, চন্দ্রকোণা-২, মেদিনীপুর সদর ও কেশপুর ব্লকে এই ৪টি শিল্প তালুক হবে। এর জন্য ইতমধ্যেই জমি চিহ্নিত হয়ে গিয়েছে। নতুন ওই ৪ শিল্প তালুক তৈরি হলে কয়েক হাজার যুবক-যবতীর কর্মসংস্থান হবে বলে মনে করা হচ্ছে।