রাজ্য সরকার সন্তোষ ট্রফি জয়ী বাংলার ফুটবল দলের সব খেলোয়াড়কে চাকরি দেবে। ক্রীড়া দফতরেই তাঁদের চাকরি দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষণা করেছেন। তাঁদের বিশেষ আর্থিক প্যাকেজও দেওয়া হবে। নবান্নে আজ ট্রফি জয়ী দলের সদস্যদের পাশাপাশি কোচ সঞ্জয় সেনকেও সংবর্ধনা দেন মুখ্যমন্ত্রী।
তিনি বলেন, কোচ সঞ্জয় সেনের নেতৃত্বে বাংলার ফুটবল দল ভারত সেরা হয়েছে যা সকলের কাছে গর্বের। আগামীদিনে আরও ভাল প্রশিক্ষণ পেলে তারা আরও উন্নতি করতে পারবে।
এমনকি আগামীতে ওই খেলোয়াড়রা বিশ্বকাপ খেলারও যোগ্যতা অর্জন করতে পারবে বলে তিনি মন্তব্য করেন।