মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

December 23, 2024 1:36 PM

printer

রাজ্য সরকার শহরে সাম্প্রতিক একাধিক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পড়ুয়াদের পাশে দাঁড়াবে।

রাজ্য সরকার শহরে সাম্প্রতিক একাধিক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পড়ুয়াদের পাশে দাঁড়াবে। যাদের বই খাতা সহ অন্যান্য পড়াশোনার সরঞ্জাম আগুনে নষ্ট হয়েছে সর্বশিক্ষা মিশনের মাধ্যমে তাদের তা বিনামূল্যে দেওয়া হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া উপযুক্ত প্রমাণ সহ যোগাযোগ করলে মার্কশিট, সংশাপত্রের মতো নথিও তাদের পত্রপাঠ দেওয়া হবে বলে মধ্যশিক্ষা পর্যদ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জানানো হয়েছে।
রাজ্যে সমগ্র শিক্ষা মিশনের সভাপতি কার্তিক মান্না জানিয়েছেন, নিউ আলিপুরে দুর্গাপুর সেতুর নীচের বস্তিতে আগুনে ক্ষতিগ্রস্ত দুই মাধ্যমিক পরীক্ষার্থীর হাতে ইতিমধ্যেই নতুন বই তুলে দেওয়া হয়েছে। আরও কোনও পড়ুয়ার বই পুড়ে গিয়ে থাকলে তারা বা তাদের স্কুল কর্তৃপক্ষ দফতরে যোগাযোগ করলে তাদেরও নতুন বই দেওয়ার ব্যবস্থা করা হবে বলবে তিনি জানিয়েছেন। এক্ষেত্রে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন