রেশন দুর্নীতি মামলায় জামিনে মুক্তি পাওয়ার পড়ে রাজ্য সরকার রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে জেড ক্যাটাগরির নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বর্তমান পরিস্থিতি বিচার করে তাকে এই নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। উল্লেখ্য রেশন দুর্নীতি মামলায় ২০২৩ সালের ২৭শে অক্টোবর তাকে গ্রেফতার করা হয়েছিল। গত ১৫ই জানুয়ারি তিনি জামিন পান। এরপরে বিধানসভার দুটি স্ট্যান্ডিং কমিটির সদস্য হিসাবেও তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। সম্প্রতি শেষ হওয়া বাজেট অধিবেশনের প্রথম পর্বেও তিনি যোগ দিয়েছিলেন।
Site Admin | February 24, 2025 9:38 PM
রাজ্য সরকার রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে জেড ক্যাটাগরির নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে
