রাজ্য সরকার মুড়িগঙ্গা নদীতে প্রস্তাবিত গঙ্গাসাগর সেতু নির্মাণের জন্য কোনও জমি অধিগ্রহণ করবে না। এজন্য প্রয়োজনীয় ১৩ একর জমি সরাসরি কিনে নেওয়া হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্য মন্ত্রিসভা ইতিমধ্যেই পূর্ত দফতরকে বাজার দর অনুযায়ী জমি কেনার ছাড়পত্র দিয়েছে বলে প্রশাসনিক সূত্রে খবর। সেতু নির্মাণের জন্য কাকদ্বীপে প্রায় আট একর এবং কচুবেড়িয়ায় পাঁচ একর জমি চিহ্নিত করা হয়েছে।
প্রসঙ্গত সাগরদ্বীপের সঙ্গে মূল ভূখণ্ডের সড়কপথে যোগাযোগ গড়ে তুলতে প্রায় পাঁচ কিলোমিটার দীর্ঘ, চার লেনের সেতু তৈরির কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। সেতু নির্মানে আনুমানিক খরচ ১ হাজার ৪৩৮ কোটি। সেতু নির্মানের বিস্তারিত প্রকল্প রিপোর্ট তৈরির কাজও শেষ হয়েছে বলে জানা গেছে। বর্ধমানের দামোদর নদীর উপরে ৩৪৮ কোটি টাকা ব্যয়ে ৬৪০ মিটার দীর্ঘ শিল্প সেতু তৈরিরও সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।
রাজ্য সরকার আসন্ন বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকে দক্ষিণবঙ্গে প্রস্তাবিত নতুন দুটি সেতু শিলান্যাসের সিদ্ধান্ত নিয়েছে। বর্ধমানের দামোদর নদীর উপরে ৩৪৮ কোটি টাকা ব্যয়ে ৬৪০ মিটার দীর্ঘ শিল্প সেতু তৈরির সিদ্ধান্ত নিয়েছে।
মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আগামী পাঁচই ফেব্রুয়ারি বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে প্রস্তাবিত দুই দিনের সম্মেলনের প্রথম দিনেই গঙ্গাসাগর সেতু ও শিল্প সেতুর শিলান্যাস করবেন বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে।