রাজ্য সরকার ভগ্নপ্রায় অবস্থায় থাকা সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত প্রাথমিক স্কুলগুলিকে ধাপে ধাপে সংস্কারের কাজ শুরু করতে উদ্যোগী হয়েছে। প্রথম দফায় প্রতিটি ব্লক থেকে দশটি করে বিদ্যালয়েকে বাছাই করে মেরামতির কাজ শুরু করার বিষয়ে ভাবনা চিন্তা করা হচ্ছে বলে বিদ্যালয় শিক্ষা দপ্তর সূত্রে জানা গিয়েছে। পাশাপাশি জাতীয় শিক্ষানীতি মেনে প্রাথমিক স্তরে চতুর্থ শ্রেণীর সঙ্গে পঞ্চম শ্রেণীকেও যুক্ত করা যায় কিনা তা খতিয়ে দেখতে সমীক্ষার কাজ শুরু করতে জেলা প্রাথমিক বিদ্যালয় পরিষদগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে উচ্চ মাধ্যমিক শিক্ষাসংসদ চলতি শিক্ষাবর্ষ থেকে একাদশ শ্রেণীতে কলকাতার তিন ফুটবল ক্লাব মোহনবাগান,ইস্টবেঙ্গল এবং মহামেডান স্পোর্টিং ক্লাবের ইতিহাস পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করেছে।