রাজ্য সরকার, বাংলার নিজস্ব ক্ষুদ্র ও কুটির শিল্পকে পর্যটকদের সামনে তুলে ধরতে সমস্ত জেলা সদরে বিশেষ শপিং মল গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে। নবান্নে আজ রাজ্য মন্ত্রীসভার বৈঠকে এব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকের পর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সাংবাদিকদের বলেন, এজন্য জমি চিহ্নিত করার কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে। সেখানে মল তৈরি করতে আগ্রহী সংস্থাকে বিনামূল্যে জমি দেওয়া হবে। তবে এর বিনিময়ে মলের দু’টি তল, স্বনির্ভর গোষ্ঠীকে তাদের উৎপাদিত সামগ্রী বিপণনের জন্য দিতে হবে বলে মুখ্যমন্ত্রী জানান।
এছাড়াও আজ মন্ত্রীসভার বৈঠকে দমকল বিভাগে ২৬৪ জন’কে নতুন পদে নিয়োগ করা হবে বলে একটি প্রস্তাব গৃহীত হয়েছে। জঙ্গিপুর ও দাঁইহাট এই দুটি নতুন কেন্দ্র ছাড়াও মোট ছটি অগ্নি নির্বাপন কেন্দ্রে বিভিন্ন পদে ৪৪ জন করে নিয়োগ করা হবে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে।