মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

February 22, 2025 10:54 AM

printer

রাজ্য সরকার,  বর্তমান আর্থিক বছরের শেষ লগ্নে বিভিন্ন সরকারি দফতরের অর্থ খরচের সময়সীমা বেঁধে  দিয়েছে।

রাজ্য সরকার,  বর্তমান আর্থিক বছরের শেষ লগ্নে বিভিন্ন সরকারি দফতরের অর্থ খরচের সময়সীমা বেঁধে  দিয়েছে।  মার্চ মাসের বেতন থেকে শুরু করে বিভিন্ন  ভাতা, মজুরি, পেনশন আগামী ২ এপ্রিল মধ্যে দিয়ে দিতে  হবে। রাজ্যের অর্থ দফতর  এই মর্মে সব দফতরকে এক নির্দেশিকা পাঠিয়েছে।   

শেষ মুহূর্তে বিল জমা দিয়ে যাতে সমস্যা  তৈরি করা না হয় সে ব্যাপারেও স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে। ২৮ মার্চের পর পে অ্যান্ড অ্যাকাউন্টস অফিসে বা ট্রেজারিতে কোনও বিল পাঠানো যাবে না। ১৩ মার্চের মধ্যে যে বিলগুলি ফেরত দেওয়া  অথবা যেগুলি নিয়ে  আপত্তি তোলা হবে , সেগুলি আবার নতুন ভাবে পাঠানোর শেষ তারিখ ধার্য হয়েছে  আগামী ১৭ মার্চ।  অর্থ দফতরের সম্মতি না থাকলে কোনও অগ্রিমও নেওয়া যাবে না বলে স্পষ্ট জানানো হয়েছে।  

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন