রাজ্য সরকার চলতি বছরে হিমঘরে আলু মজুত এর পরিমাণ বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে। এই জন্য উত্তরবঙ্গে দশটি সহ ১ লক্ষ ৩৭ হাজার মেট্রিক টন আলু মজুতের ক্ষমতাসম্পন্ন মোট বারোটি নতুন হিমঘর তৈরি করা হয়েছে। আজ নবান্ন থেকে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, এর ফলে রাজ্যে হিমঘরের সংখ্যা বেড়ে ৫০৮টি হবে। পাশাপাশি মজুদের পরিমাণ বেড়ে হবে ৮১ লাখ মেট্রিক টন এর বেশি। একজন আলু চাষী সর্বাধিক ৩৫ কুইন্টাল আলু মজুদ রাখতে পারবেন।
উল্লেখ্য, আগামী পয়লা মার্চ থেকে রাজ্যের হিমঘর গুলিতে আলু মজুত শুরু হবে। আগে আসার ভিত্তিতে হিমঘর গুলির মজুতের পরিমাণের তিরিশ শতাংশ ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বরাদ্দ থাকবে বলে কৃষি বিপণন দপ্তর থেকে জারি করা বিবৃতিতে জানানো হয়েছে।