মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

January 2, 2025 12:27 PM

printer

রাজ্য সরকার চলতি খরিফ মরশুমের প্রথম দু’মাসে কৃষকদের কাছ থেকে রেকর্ড পরিমাণ ধান সংগ্রহ করেছে।

রাজ্য সরকার চলতি খরিফ মরশুমের প্রথম দু’মাসে কৃষকদের কাছ থেকে রেকর্ড পরিমাণ ধান সংগ্রহ করেছে। গত বছরের নভেম্বর- ডিসেম্বরের তুলনায় এবার কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান সংগ্রহের পরিমাণ  দ্বিগুণেরও বেশি বলে জানা গেছে।

 খাদ্য দফতর সূত্রে জানা গেছে, ৩০ শে ডিসেম্বর পর্যন্ত ৮ লক্ষ ৩৯ হাজার কৃষকের কাছ থেকে মোট ২৬ লক্ষ ৬৯ হাজার টন ধান সংগ্রহ করা হয়েছে। কর্মসূচির সাফল্যের জন্য খাদ্য দফতরের প্রধান সচিব পারভেজ আহমেদ সিদ্দিকি এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত সবপক্ষকে ধন্যবাদ জানিয়ে বিশেষ বার্তা পাঠিয়েছেন। মরশুমের বাকি সময়েও ধান কেনার গতি যাতে বজায় থাকে সেজন্যও নির্দেশ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, ২০২৪-২৫ খরিফ মরশুমের ধান সংগ্রহ শুরু হয়েছে নভেম্বরে, চলবে আগামী সেপ্টেম্বর মাস পর্যন্ত। এই সময়ে ৬৬ লক্ষ টন ধান কেনার লক্ষ্যমাত্রা নির্দিষ্ট করা হয়েছে।

   এদিকে রাজ্যের কৃষকবন্ধু প্রকল্পের অন্তর্ভুক্ত চাষিদের কাছ থেকে ন্যুনতম ৩০ কুইন্টাল ধান কেনা বাধ্যতামূলক করা হচ্ছে। কৃষকের জমির পরিমাণ নির্বিশেষে এই নিয়ম কার্যকর করার জন্য খাদ্য দফতর, জেলা আধিকারিকদের নির্দেশ দিয়েছে।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন