রাজ্য সরকার ইএসআই হাসপাতালে চুক্তিভিত্তিক গ্রুপ ডিপদে কর্মরতদের বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। চলতি মাস থেকেই তাদের বেতন ১২০০০টাকা থেকে বেড়ে পনেরো হাজার টাকা করা হচ্ছে বলে শ্রম দপ্তরের তরফে জারি করা একবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
উল্লেখ্য, ইএসআই হাসপাতালগুলিতে কর্মরত ৮১৮ জন চুক্তিভিত্তিক গ্রুপ ডি কর্মীর বেতন বৃদ্ধির জন্য রাজ্য সরকার এর আগে চলতি বছরের বাজেটে ২৯৯ কোটি টাকা বরাদ্দ করেছিল।