রাজ্য সরকারের সঙ্গে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের প্রস্তাবিত বৈঠক ভেস্তে যাওয়া নিয়ে টানাপোড়েনের মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ অতর্কিতে স্বাস্থ্যভবনের সামনে অবস্থান স্থলে পৌঁছন। তাঁকে দেখেই ধর্নাস্থল থেকে বিচারের দাবিতে স্লোগান ওঠে। প্রবল চেঁচামেচিতে বেশ কয়েক মিনিট মাইক হাতেই দাঁড়িয়ে থাকতে হয় মুখ্যমন্ত্রীকে। এরপর তিনি বলেন, সমস্ত হাসপাতালে রোগী কল্যাণ সমিতি ভেঙে দেওয়া হচ্ছে। দোষীরা অবশ্যই শাস্তি পাবে। এই অপরাধের সঙ্গে যুক্ত কারো প্রতি রাজ্য সরকারের কোন সহানুভূতি নেই। হাসপাতালে দুর্নীতি চক্র নিয়ে যে অভিযোগ উঠছে তা ভাঙতেও তিনি সব রকম উদ্যোগ নেবেন বলে মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছেন। জুনিয়র চিকিৎসকদের ফের একবার কাজে যোগ দেওয়ার আহ্বান জানান তিনি।
মুখ্যমন্ত্রী ধর্নাস্থল থেকে বেরিয়ে যাওয়ার পরই জুনিয়র চিকিৎসকদের পক্ষ থেকে ডাক্তার অনিকেত মাহাতো বলেন, আলোচনার জন্য মুখ্যমন্ত্রী যেখানেই ডাকবেন সেখানেই তাঁরা যেতে প্রস্তুত। তবে আন্দোলনের সঙ্গে কনোভাবেই তাঁরা আপোষ করবেন না। ৫ দফা দাবী নিয়েই আলোচনা চান তাঁরা।