রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প ও পরিষেবার সুবিধা মানুষের কাছে পৌঁছে দিতে নবম দুয়ারে সরকার কর্মসূচী আজ শুরু হচ্ছে। চলবে পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত। সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকাল ৪টে পর্যন্ত কাজ চলবে।
বিভিন্ন এলাকায় শিবির করে মোট ৩৭ টি প্রকল্পের সুবিধার জন্য আবেদন জমা নেওয়া হবে। লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, বার্ধক্য ভাতার মতো চিরাচরিত প্রকল্পের পাশাপাশি এবার কৃষি যন্ত্রাংশ কেনার আর্থিক সাহায্য প্রকল্পেও আবেদন করার সুযোগ মিলবে। আগে যেসব এলাকা বেশি গুরুত্ব পায়নি, সেখানে শিবিরের সংখ্যা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। যাঁদের আবেদন গ্রাহ্য হবে না, তাঁদের বাতিল হওয়ার কারণ এবং কী করণীয়, তা ঠিক মতো বুঝিয়ে দিতে হবে। শিবিরে জমা পড়া আবেদনগুলি ২৮ শে ফেব্রুয়ারির মধ্যেই সব খতিয়ে দেখতে হবে। আবেদন সংক্রান্ত কাজের জন্য কেউ টাকা চাইলে তা বরদাস্ত করা হবে না বলেও রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে।