রাজ্য সরকারের বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে দ্রুত পৌঁছে দিতে নবম পর্যায়ে দুয়ারে সরকার কর্মসূচি আজ শেষ হল। শেষ দিনে রাজ্যজুড়ে ১২,৪৪৬টি শিবিরের আয়োজন করা হয়।
গত ২৪শে জানুয়ারি থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে আজ পর্যন্ত এক লক্ষ ৬,৪৮০টি শিবিরের আয়োজন করা হয় বলে সরকারি ভাবে জানানো হয়েছে। এই কর্মসূচির মাধ্যমে যে ৩৭টি প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আবেদন পত্র জমা পড়েছে আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে সেগুলি খতিয়ে দেখে উপভোক্তাদের কাছে তা পৌঁছে দেওয়া হবে।
উল্লেখ্য, ২০২০ সালে চালু হওয়া এই কর্মসূচিতে এখনো পর্যন্ত মোট ৭,৭৫,০৪৩টি শিবিরের আয়োজন করা হয়েছে।