রাজ্য সরকারের কাছ থেকে টেকনিক্যাল রিপোর্ট পাওয়ার পর রাজ্যপাল সি ভি আনন্দ বোস, বিধানসভায় পাশ হওয়া অপরাজিতা বিল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে পাঠিয়ে দিয়েছেন। গতরাতে রাজভবনের তরফ থেকে জারি করা এক বিবৃতিতে এখবর জানিয়ে বলা হয়েছে, তাড়াহুড়ো করে বানাতে গিয়ে বিলে অসংখ্য ত্রুটি রয়ে গেছে। সেগুলি চিহ্নিত করেই রাষ্ট্রপতির কাছে পাঠিয়েছেন রাজ্যপাল।
উল্লেখ্য, গত মঙ্গলবার বিধানসভায় ধর্ষণ বিরোধী এই অপরাজিতা বিল পাস হয়। এরপর তা নিয়ম অনুযায়ী পাঠানো হয় রাজভবনে। বিলের সঙ্গে প্রয়োজনীয় টেকনিকাল রিপোর্ট না থাকায় তাতে সম্মতি দিতে পারছিলেন না শ্রী বোস। বিল সংক্রান্ত তথ্য প্রদানে বিধানসভার সচিবালয়ের ব্যর্থতায় বিরক্তি প্রকাশ করেছেন তিনি। রাজ্যপাল এও জানিয়েছেন, বিলটি কার্যকর না হওয়া পর্যন্ত জনগণ বিচারের অপেক্ষা করতে পারেন না। তাই বিদ্যমান আইনের কাঠামোর মধ্যে দিয়েই ন্যায়বিচার দিতে হবে।
আর জি কর হাসপাতালের প্রসঙ্গ উত্থাপন করে তিনি বলেন, নির্যাতিতার মায়ের কন্যা সন্তান হারানোর দুঃখ মেটানোর দায়িত্ব রাজ্য সরকারেরই।