মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

February 17, 2025 6:42 PM

printer

রাজ্য বিধানসভায় আজ রাজ্যপাল CV আনন্দ বোসের অভিভাষণের ওপর ধন্যবাদজ্ঞাপকা প্রস্তাব নিয়ে আলোচনা হয়।

রাজ্য বিধানসভায় আজ রাজ্যপাল CV আনন্দ বোসের অভিভাষণের ওপর ধন্যবাদজ্ঞাপকা প্রস্তাব নিয়ে আলোচনা হয়। এতে অংশ নিয়ে বিরোধীরা সদস্যরা রাজ্যপালের ভাষণের বিভিন্ন দিক তুলে ধরে তার সমালোচনা করেন। রাজ্যে আইনশৃঙ্খলার অবনতি, মহিলাদের সুরক্ষায় খামতি, সরকারি প্রকল্পে আর্থিক দুর্নীতির অভিযোগে সরব হন তাঁরা। যদিও, বিরোধীদের অভিযোগ খন্ডন করে তৃণমূল কংগ্রেস বিধায়ক মহম্মদ আলি এক পরিসংখ্যান তুলে ধরে জানান, আর্থিক মানদন্ডের নিরিখে অন্যান্য রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গ অনেক এগিয়ে।  

  বিধানসভার মর্যাদা লঙ্ঘনের অভিযোগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ চার বিজেপি বিধায়ককে পরবর্তী ৩০ দিন অথবা চলতি অধিবেশনের বাকি সময়ের জন্য সাসপেন্ড করা হয়েছে। বাকি তিনজন বিধায়ক হলেন- অগ্নিমিত্রা পাল, বিশ্বনাথ কারক এবং বঙ্কিম ঘোষ। এই নিয়ে গত সাড়ে তিন বছরে চারবার বিধানসভা থেকে সাসপেন্ড হলেন শুভেন্দু অধিকারী।  

অধিবেশনের প্রথমার্ধে আজ বিজেপি, রাজ্যে একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পুজোয় বাধা দেওয়ার অভিযোগ তুলে ঐ ঘটনায় মুখ্যমন্ত্রীর বিবৃতি দাবি করে। অগ্নিমিত্রা পালের নেতৃত্বে বিজেপির মহিলা সদস্যদের তরফে বিধানসভায় এই মর্মে মুলতুবি প্রস্তাব আনা হয়। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় প্রস্তাব পাঠের অনুমতি  দিলেও আলোচনার দাবি খারিজ করলে, বিরোধী দলনেতা সহ অন্য সদস্যরা ওয়েলে নেমে কাগজপত্র ছিঁড়ে বিক্ষোভ দেখান। অধ্যক্ষ বিরোধী দলনেতার ভূমিকা নিয়ে অধ্যক্ষ ক্ষোভ প্রকাশ করে ব্যবস্থা নেওয়ার কথা বললে প্রতিবাদে বিজেপি সদস্যরা ‘ওয়াক আউট’ করে বিধানসভার লবিতে বসে বিক্ষোভ দেখান। এরপর সভার মর্যাদা লঙ্ঘনের অভিযোগ তুলে শ্রী অধিকারী সহ চারজনের বিরুদ্ধে শাস্তির দাবিতে সরকার পক্ষের মুখ্য সচেতক নির্মল ঘোষ একটি প্রস্তাব নিয়ে এলে বিরোধীশূন্য বিধানসভায় সেটি ধ্বনি ভোটে পাশ হয়। পরে নিজের ঘরে সাংবাদিকদের অধ্যক্ষ বলেন, অসংসদীয় আচরণের জন্যই তাঁদের সাসপেন্ড করা হয়েছে।                                 

বিজেপি পরিষদীয় দল, এই সাসপেনশনের প্রতিবাদে আগামীকাল বিধানসভার বাইরে ধর্না দেবে। বিধানসভার বাইরে সাংবাদিক বৈঠকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, বিধানসভায় মুখ্যমন্ত্রী এলে তাঁকে বয়কট করবে বিজেপি পরিষদীয় দল তিনি বলেন- রাজ্যে অগণতান্ত্রিক সরকার চলছে। হিন্দুদের পক্ষে কোনো কথা মুখ্যমন্ত্রী শুনতে চান না।   

    এদিকে, বিরোধী দলনেতার সহ বিজেপি বিধায়কদের সাসপেন্ড করে অধ্যক্ষ সঠিক সিদ্ধান্ত নিয়েছেন বলে পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় জানিয়েছেন।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন