রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন আগামী সোমবার শুরু হচ্ছে। তার আগে আজ প্রথামফিক সর্বদল বৈঠক ডাকেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, রাজ্যপাল সি ভি আনন্দ বোসের অভিভাষণের মধ্য দিয়ে আগামী ১০ই ফেব্রুয়ারি সোমবার রাজ্য বিধান সভার বাজেট অধিবেশন শুরু হচ্ছে। প্রয়াত প্রধান মন্ত্রী ডক্টর মনমোহন সিং এর প্রতি শ্রদ্ধা জানাতে আসন্ন বিধান সভা অধিবেশনে একটি প্রস্তাব আনা হবে।
আজ বিধানসভার কার্য উপদেষ্টা কমিটি ও সর্ব দল বৈঠক এর শেষে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানান, আগামী ১১ই ফেব্রুয়ারি এই প্রস্তাব নিয়ে আলোচনা হবে ।
উল্লেখ্য, বিরোধী বিজেপির কোনো বিধায়ক বৈঠকে যোগ দেননি। উপস্থিত ছিলেন আই এস এফ বিধায়ক নওশাদ সিদ্দিকী।