রাজ্য বিধানসভার অধিবেশন আগামী সোমবার ২২-শে জুলাই বসতে চলেছে। সর্বদলীয় বৈঠকের পর প্রথম দিন শোকপ্রস্তাব গ্রহণের মধ্য দিয়ে সভার অধিবেশন দিনের মতো মুলতুবি হয়ে যাবে। পরে কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের পরবর্তী কার্যসূচী স্থির করা হবে বলে পরিষদীয় দপ্তর সূত্রে জানা গেছে।
এই অধিবেশনে পয়লা জুলাই থেকে বলবৎ হওয়া তিনটি ফৌজদারি আইন নিয়ে সরকারের তরফে একটি প্রস্তাব আনা হতে পারে।
এদিকে, চার বিধানসভা কেন্দ্রে সাম্প্রতিক উপনির্বাচনে জয়ী প্রার্থীদের শপথ গ্রহণ পর্ব দ্রুত সম্পন্ন করা হবে বলে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। সাংবাদিকদের তিনি বলেন, পরিষদীয় দফতর, শপথ গ্রহণ অনুষ্ঠানের অনুমতি চেয়ে রাজ্যপাল সি ভি আনন্দ বোসের সঙ্গে যোগাযোগ করেছে। সেই অনুমতি পাওয়া না গেলে বিধানসভার অধিবেশনের শুরুতে তিনি নিজেই জয়ী প্রার্থীদের শপথ বাক্য পাঠ করাবেন।