রাজ্য বিধানসভায় পাশ হয়ে অপরাজিতা বিলটি রাষ্ট্রপতির কাছে পাঠিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজ্যপাল নিজেই সোশ্যাল মাধ্যমে পোস্ট করে এ খবর জানানোর পাশাপাশি এও জানিয়েছেন, তাড়াহুড়ো করে বানাতে গিয়ে বিলের মধ্যে অসংখ্য ত্রুটি রয়ে গিয়েছে। যা তিনি চিহ্নিত করে রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দিয়েছেন।বিলের সঙ্গে টেকনিক্যাল রিপোর্ট না পাঠানোর জন্য রাজ্য বিধানসভার সচিবালয়ের ব্যর্থতাকে দায়ী করেছেন তিনি।আরজি করের প্রসঙ্গ টেনে রাজ্যপাল লিখেছেন, নিগৃহীতার শোকাহত মায়ের চোখের জল মুছে দেওয়া সরকারের দায়িত্ব। তাই বিলটি কার্যকর না হওয়া পর্যন্ত অপেক্ষা করানো চলবে না। বিদ্যমান আইনের কাঠামোর মধ্যেই দ্রুত তাদের ন্যায়বিচার দিতে হবে।
Site Admin | September 6, 2024 9:52 PM