রাজ্য বিধানসভায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব আনা হয়েছে। অধ্যক্ষ এই স্বাধিকার ভঙ্গের নোটিশ গ্রহণ করে তা তদন্তের জন্য প্রিভিলেজ কমিটির কাছে পাঠিয়েছেন। রাজ্যপালের অভিভাষণের ওপর ধন্যবাদসূচক প্রস্তাব নিয়ে আলোচনার দ্বিতীয় দিনে আজ অধিবেশনের শুরুতেই পুরমন্ত্রী ফিরহাদ হাকিম, পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস, শ্রী অধিকারীর বিরুদ্ধে এই প্রস্তাব আনেন। সেখানে বিরোধী দলনেতার গতকালের বক্তব্যের কড়া সমালোচনা করে বলা হয়েছে, এই আচরণ ও ভাষা নজিরবিহীন। বিধানসভা থেকে সাসপেন্ড হওয়ার পর বিরোধী দলনেতা যেভাবে বাইরে গিয়ে সাংবাদিক সম্মেলনে বক্তব্য রেখেছেন তা স্বাধিকার ভঙ্গের সামিল। প্রিভিলেজ কমিটিকে আগামী অধিবেশনের আগে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।
অন্যদিকে, বিরোধী দলনেতার নেতৃত্বে বিজেপি পরিষদীয় দলের সদস্যরা আজ বিধানসভার বাইরে ধর্না দেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিরোধী দলনেতা বলেন, রাজ্য সরকার ভয় পেয়ে তার বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ এনেছে। এই নিয়ে তাঁর বিরুদ্ধে পাঁচবার এই নোটিশ আনা হল।
এদিকে, স্বাধীকার ভঙ্গের নোটিশ পাওয়ার পরেও বিরোধী দলনেতা নিজের অবস্থানে অনড় থাকায় বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় তাঁকে পুনরায় সতর্ক করে দিয়েছেন। বিধানসভার লবিতে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিমানবাবু জানান, বিরোধী দলের আচরণ অত্যন্ত দুর্ভাগ্যজনক। বিধানসভার কাজকর্ম নিয়ে বাইরে সমালোচনা করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার এক্তিয়ার বিধানসভার আছে বলে তিনি স্পষ্ট জানিয়েছেন।