রাজ্যে শিল্পে বিনিয়োগ আনতে মার্চের শেষ সপ্তাহে ব্রিটেন যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সেই সঙ্গে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে তিনি বক্তব্য রাখবেন। নবান্ন সূত্রের খবর, দুবাই হয়ে তিনি লন্ডন পৌঁছোবেন ২১ মার্চ। ২৮ মার্চ পর্যন্ত সেখানে থাকবেন। পরদিন তাঁর কলকাতায় ফেরার কথা। চলতি মাসের ২৫ তারিখ পশ্চিমবঙ্গ শিল্পোন্নয়ন নিগম, ফিকি এবং ইউকে ইন্ডিয়া বিজনেস কাউন্সিলের সঙ্গে মিলিত উদ্যোগে আয়োজিত শিল্প সম্মেলনে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী। এরাজ্যের প্রথম সারির শিল্পপতিরাও ওই সম্মেলনে যোগ দেবেন। ২৭ তারিখ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে অ্যালমনাই অ্যাসোসিয়েশনের তরফ থেকে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর বক্তব্য রাখার কথা। গত নভেম্বরে বিশ্ব বাণিজ্য সম্মেলনে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর জোনাথন মিচি মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছিলেন।
Site Admin | March 6, 2025 2:21 PM
রাজ্যে শিল্পে বিনিয়োগ আনতে মার্চের শেষ সপ্তাহে ব্রিটেন যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
