রাজ্যে প্রায় ২৬ হাজার শিক্ষক, শিক্ষিকা, শিক্ষা কর্মীর নিয়োগ বাতিল মামলার শুনানি আজ সুপ্রিম কোর্টে হাওয়ার কথা। শীর্ষ আদালতের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী প্রধান বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি কে ভি বিশ্বনাথনের বেঞ্চে আজ দুপুর ২’টোয় মামলাটির শুনানি হবে। এর আগের শুনানিতে শীর্ষ আদালত সংশ্লিষ্ট পক্ষগুলিকে তাদের বক্তব্য আদালতে জানাতে বলেছিল।
উল্লেখ্য, গত বছরের এপ্রিল মাসে কলকাতা হাইকোর্ট ‘স্কুল সার্ভিস কমিশনে’র মাধ্যমে প্রায় ২৬ হাজার পদে নিয়োগ বাতিল করে দেয়।
৭’ই মে সুপ্রিম কোর্টের ততকালীন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় নিয়োগ বাতিলের ওপর স্থগিতাদেশ দিয়ে কেন্দ্রীয় তদন্ত ব্যুরো- CBI-কে নিয়োগ দুর্নীতির তদন্ত এগিয়ে নিয়ে যেতে বলে।