রাজ্যে ছ’টি বিধানসভা উপনির্বাচনে কংগ্রেস আজ তাদের প্রার্থীর নাম ঘোষণা করেছে। সিতাই তফসিলী জাতি সংরক্ষিত বিধানসভা আসনে প্রার্থী হয়েছেন হরিহর রায় সিংহ। মাদারি হাট তফসিলি উপজাতি সংরক্ষিত বিধানসভা কেন্দ্রে বিকাশ চাপ্রো মারিকে প্রার্থী করা হয়েছে। নৈহাটি কেন্দ্রে পরেশ নাথ সরকার, হারোয়া বিধানসভা কেন্দ্রে হাবিব রেজা চৌধুরী, মেদিনীপুর বিধানসভা কেন্দ্রে শ্যামল কুমার ঘোষ ও তাল ডাঙ্গা বিধানসভা কেন্দ্রে তুষার কান্তি সান্নিগ্রহীকে প্রার্থী করেছে কংগ্রেস।
Site Admin | October 23, 2024 12:05 PM