রাজ্যে চা পর্যটন নীতি নিয়ে অপপ্রচার চলছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যনার্জি জানিয়েছেন।
নবান্নে আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর তিনি এই নীতি বিশদে ব্যাখ্যা করেন। মুখ্যমন্ত্রী বলেন, চা উৎপাদন বা শ্রমিক স্বার্থের সঙ্গে আপোষ করে বাগানের জমি অন্য কাজে ব্যবহারের কোনো প্রশ্নই নেই। বন্ধ বা লোকসানে চলা চা বাগানের অব্যবহৃত জমি শর্ত সাপেক্ষে আগ্রহী সংস্থাকে চা-পর্যটনের জন্য লিজ দেওয়া হবে।
কুম্ভমেলায় পদপিষ্ট হওয়া সহ মেলার সঙ্গে সম্পর্কযুক্ত বিভিন্ন দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন, রাজ্য সরকার সেইসব পরিবারকে দ্রুত ক্ষতিপূরণ দেওয়ার জন্যে উত্তরপ্রদেশ সরকারের কাছে দাবি জানিয়েছে।
মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ নবান্নে সাংবাদিকদের বলেন, যারা সড়ক বা অন্যান্য দুর্ঘটনায় মারা গেছেন, তাদেরকেও ক্ষতিপূরণের আওতায় আনতে হবে। অর্থ সহায়তা না দেওয়ার জন্যই মৃতদেহের ঠিকভাবে ময়নাতদন্ত করা হচ্ছে না এবং ডেথ সার্টিফিকেট দেওয়া হয়নি বলেও তাঁর অভিযোগ। ১৪৪ বছর পর মহাকুম্ভ হয়- এমন তথ্যের সত্যতা নিয়ে প্রশ্ন তুলে গবেষকদের এ ব্যাপারে এগিয়ে আসার আহ্বান জানান।