রাজ্যে কেন্দ্রীয় বাহিনী থাকার মেয়াদ বাড়ছে না। ২৬শে জুন পর্যন্ত কেন্দ্রীয় বাহিনীর রাখার অনুমতি দিলেও কলকাতা হাইকোর্টের বিচারপতি হরিশ ট্যান্ডন এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ, এই মেয়াদ আর বৃদ্ধি করেনি। যেসব জায়গা থেকে ভোট পরবর্তী হিংসার অভিযোগ বেশি আসছে সেখানে রাজ্য পুলিশ আইনশৃঙ্খলা ফেরাতে উপযুক্ত পদক্ষেপ করবে বলে ডিভিশন বেঞ্চ আজ নির্দেশ দিয়েছেন। রাজ্য পুলিশ ব্যর্থ হলে কেন্দ্রীয় সরকার ব্যবস্থা নিতে পারবে বলেও বিচারপতিরা জানান।
উল্লেখ্য বিজেপির করা আবেদনের ভিত্তিতে আদালত ২৬শে জুন পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী রাখার নির্দেশ দেয়।
ভোট পরবর্তী হিংসা আটকাতে ১৯ জুন পর্যন্ত বাংলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাখার সিদ্ধান্ত নিয়েছিল নির্বাচন কমিশন। এরপর কেন্দ্রীয় বাহিনী আরো বেশিদিন রাখার দাবিতে আদালতের দ্বারস্থ হয়েছিল বিজেপি।