মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

January 24, 2025 9:43 PM

printer

রাজ্যে আজ শুরু হয়েছে দুয়ারে সরকার কর্মসূচি, চলবে ১লা ফেব্রুয়ারি পর্যন্ত

রাজ্যে আজ শুরু হয়েছে দুয়ারে সরকার কর্মসূচি। প্রথম দিনে রাজ্য জুড়ে ১৩,৯২২টি শিবিরের আয়োজন করা হয়।  পাঁচ লক্ষের’ও বেশি মানুষ আজ প্রথম দিনে দুয়ারে সরকার শিবিরে এসেছেন বলে নবান্নের সরকারি সূত্রে জানা গিয়েছে।  

এবার ১ লক্ষ ৬ হাজারের বেশি শিবির করার পরিকল্পনা রয়েছে সরকারের। প্রত্যন্ত এলাকায় শিবির করার ওপর এবার বিশেষ জোর দেওয়া হচ্ছে।

প্রসঙ্গত, রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প ও পরিষেবার সুযোগ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে  নবম দুয়ারে সরকার কর্মসূচি চলবে ১লা ফেব্রুয়ারি পর্যন্ত।

সকাল ১০টা থেকে বিকাল ৪টে অবধি চলবে শিবির। মোট ৩৭টি প্রকল্পের সুবিধার জন্য শিবিরে আবেদন জমা নেওয়া হবে।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন