মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

November 5, 2024 9:39 PM

printer

রাজ্যে আগামী ১২ নভেম্বর থেকে শুরু হবে ভোটার তালিকার বিশেষ সংক্ষিপ্ত সংশোধন কর্মসূচি।

রাজ্যে আগামী ১২ নভেম্বর থেকে শুরু হবে ভোটার তালিকার বিশেষ সংক্ষিপ্ত সংশোধন কর্মসূচি। ভোটার তালিকা সংশোধন ও পরিমার্জনের লক্ষ্যে নির্বাচন কমিশন একমাস ব্যাপী এই বিশেষ অভিযানে নামছে।

তার আগে আগামী ১১-ই নভেম্বর সর্বদল বৈঠকের ডাক দিয়েছেন  রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব। বৈঠকে স্বীকৃত রাজনৈতিক দলগুলির কাছ থেকে এবিষয়ে মতামত নিয়ে তারপরেই সংশোধনের কাজ শুরু হবে। মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন ভোটার তালিকায় নাম তোলা ও সংশোধনের জন্য  অনলাইনেও আবেদন জানানো যাবে।

এদিকে, আসন্ন উপ-নির্বাচনের জন্য রাজ্যের ৬-টি বিধানসভা কেন্দ্রে জমে উঠেছে প্রচার। মাদারিহাটের ভোট প্রচারে আজ বিজেপি প্রার্থীর সমর্থনে পথে নামেন দলের প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এক রোডশো-এ অংশ নেন তিনি। জেলা বিজেপি সভাপতি সাংসদ মনোজ টিগ্গা প্রচারে যোগ দেন।

উল্লেখ্য, আগামী ১৩-ই নভেম্বর রাজ্যের ৬-টি বিধানসভা আসনের উপ-নির্বাচন।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন