রাজ্যের ৮ টি কেন্দ্রীয় সংশোধনাগারে টেলি মেডিসিন পরিষেবা চালু করেছে রাজ্য সরকার। প্রেসিডেন্সি,বাড়ুইপুর, দমদম, বহরমপুর, মেদিনীপুর, বর্ধমান, বালুরঘাট এবং জলপাইগুড়িতে অবস্থিত কেন্দ্রীয় সংশোধনাগারগুলিতে ১২ হাজার আবাসিক এর ফলে উপকৃত হবেন বলে জানিয়েছে কারা দফতর। ভবিষ্যতে পশ্চিমবঙ্গের ৬০ টি সংশোধনাগার এই এই পরিষেবা মিলবে বলে খবর। এই পরিষেবায় রোগী ও সংশ্লিষ্ট সংশোধনাগার এর চিকিৎসক স্বাস্হ্য দফতরের বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে কথা বলতে পারবেন। ই-প্রেসক্রিপশন দেবেন বিশেষজ্ঞ চিকিৎসক। ওষুধের ব্যবস্থা করবে জেল কর্তৃপক্ষ।
Site Admin | July 8, 2024 9:33 PM