মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

November 11, 2024 5:54 PM

printer

রাজ্যের ৬-টি বিধানসভা আসনের উপ-নির্বাচনে প্রচারের সময়সীমা আর কিছুক্ষণ পরে শেষ হচ্ছে।

রাজ্যের ৬-টি বিধানসভা আসনের উপ-নির্বাচনে প্রচারের সময়সীমা আর কিছুক্ষণ পরে শেষ হচ্ছে।

কোচবিহারের সীতাই, আলিপুরদুয়ারের মাদারিহাট, উত্তর ২৪ পরগনার নৈহাটি ও হাড়োয়া,  পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর এবং বাঁকুড়ার তালডাংরা বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচনে ভোট নেওয়া হবে ১৩-ই নভেম্বর বুধবার। মোট ভোটদাতার সংখ্যা ১৫ লক্ষ ২২ হাজার ৫৬ জন। এর মধ্যে মেদিনীপুর, মাদারীহাট ও নৈহাটি কেন্দ্রে পুরুষদের থেকে মহিলা ভোটারের সংখ্যা বেশি।

আগেই জানানো হয়েছে, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত করতে মোট ১০৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে। পাশাপাশি থাকছে সমসংখ্যক কুইক রেসপন্স টিম এবং রাজ্য পুলিশের সশস্ত্র বাহিনী। ১০০ শতাংশ বুথে থাকছে ওয়েব কাস্টিং এর ব্যবস্থা।

এদিকে, মুখ্য নির্বাচনী আধিকারিক ডক্টর আরিজ আফতাব আজ স্বীকৃত রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদের সঙ্গে ভোটার তালিকা সংশোধনী প্রক্রিয়া নিয়ে বৈঠক বসেন।  ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হবে আগামীকাল। 

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন