মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

November 9, 2024 12:49 PM

printer

রাজ্যের ৬’টি বিধানসভা আসনের উপনির্বাচনে জোরদার প্রচার অভিযান চলেছে।

রাজ্যের ৬’টি বিধানসভা আসনের উপনির্বাচনে জোরদার প্রচার অভিযান চলেছে। সিতাই, মাদারিহাট, নৈহাটি, হাড়োয়া, মেদিনীপুর ও তালডাংরা বিধানসভা আসনের উপনির্বাচনে ভোট নেওয়া হবে ১৩’ই নভেম্বর। এজন্য প্রচার পর্ব শেষ হবে সোমবার ১১’ই নভেম্বর। সব দলের নেতারাই মিটিং-মিছিল-পথসভার মাধ্যমে ভোটাদের মন জয়ের চেষ্টা চালাচ্ছেন।
এদিকে, হাড়োয়ায় আজ বাম সমর্থিত আই এস এফ পার্থীর জন্য নির্বাচনী সভায় বক্তব্য রাখবেন দলীয় বিধায়ক নওসাদ সিদ্দিকি। বক্তা হিসেবে উপস্হিত থাকবেন সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী।
মেদিনীপুর কেন্দ্রে সিপিআই প্রার্থীর সমর্থনে প্রচারে যোগ দেবেন বাম নেতা মহম্মদ সেলিম।
অন্যদিকে, রাজ্যের আসন্ন উপ-নির্বাচন সংক্রান্ত কয়েকটি ক্ষেত্রে অনিয়মের অভিযোগ জানাতে আজ নির্বাচন কমিশনের আধিকারিকদের সঙ্গে দেখা করার কর্মসূচী রয়েছে তৃণমূল কংগ্রেসের সংসদীয় দলের। লোকসভা ও রাজ্যসভার নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং ডেরেক ওব্রায়ন সহ আরও তিন সাংসদ এই দলে থাকতে পারেন।
আগেই জানানো হয়েছে, গতকাল বিজেপি দলের প্রাক্তন প্রার্থী রেখা পাত্রের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য সহ বেশ কয়েকটি অভিযোগ নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্হ হয়।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন