রাজ্যের স্বাস্থ্য দুর্নীতির আতুঁড় ঘর West Bengal Medical Council, এই অভিযোগ তুলে ডাক্তারদের সংগঠন জয়েন্ট প্লাটফর্ম অফ ডক্টরস পশ্চিমবঙ্গ, ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন #IMAর পশ্চিমবঙ্গ শাখা এবং Protect The Warrriors যৌথ ভাবে আজ “মেডিক্যাল কাউন্সিল সাফাই কর” অভিযানের ডাক দিয়েছে। ” অভয়ার ইনসাফ কাউন্সিল করে সাফ” এই স্লোগান’কে সামনে রেখে আজ বিকেল তিনটায় West Bengal Medical Council এর অফিসের সামনে বিক্ষোভ সমাবেশের ডাক দেওয়া হয়েছে। এই কর্মসূচিতে রাজ্যে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের মঞ্চ West Bengal Junior Doctors’ Front এর তরফে প্রতিনিধি দল পাঠানো হবে। রাজ্যের মুখ্য সচিব ও স্বরাষ্ট্র সচিব সহ রাজ্য সরকারের শীর্ষ কর্তাদের উপস্থিতিতে গতকাল WBJDF এর প্রতিনিধি দলের আলোচনা শেষে তাঁদের অবস্থান মঞ্চে ফিরে এক সাংবাদিক বৈঠকে ফ্রন্টের পক্ষে ডাক্তার দেবাশীষ হালদার একথা জানান। একই সঙ্গে রাজ্যে এখন বন্যা পরিস্থিতি যে ভয়াবহ রূপ নিয়েছে তার প্রতি উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, বন্যা কবলিত এলাকাগুলিতে WBJDF এর পক্ষে ত্রাণ শিবির এবং অভয়া ক্লিনিক খোলা হবে। এর পাশাপাশি তাঁদের আন্দোলনে বহু মানুষ সাহায্যার্থে যেসব জিনিস দিয়েছে তাও বন্যা কবলিত স্থানগুলিতে পাঠানো হবে বলেও জানিয়েছেন।
Site Admin | September 19, 2024 11:59 AM