রাজ্যের স্কুলগুলিতে ৩০শে এপ্রিল থেকে গরমের ছুটি ঘোষণা করা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী গতকাল নবান্নে এক সাংবাদিক সম্মেলনে একথা জানান। তিনি বলেন, আগে মে-মাসের দ্বিতীয় সপ্তাহে ছুটি পড়তো, তবে, ইতিমধ্যেই অত্যধিক গরম পড়ে যাওয়ার জন্য এই ছুটি এগিয়ে আনা হচ্ছে। কতদিন এই গরমের ছুটি থাকবে সেব্যাপারে অবশ্য তিনি কিছু জানাননি।
এদিকে অত্যাধিক গরমের কারণে প্রাথমিক বিদ্যালয়গুলিতে পঠন পাঠনের সময়সীমা বদল করে সকালে করার জন্যে দুই চব্বিশ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়ার মত ৯ জেলার বিভিন্ন স্কুলের তরফে প্রাথমিক শিক্ষা পর্ষদে আবেদন জানানো হয়েছে।