রাজ্যের পুর এলাকায় বিল্ডিং প্ল্যান অনুমোদনের ক্ষেত্রে স্বচ্ছতা আনতে কাউন্সিলারদের ক্ষমতা খর্ব করে পুরসভার আধিকারিকদের বাড়তি দ্বায়িত্ব দেওয়া হচ্ছে। এজন্য আইন সংশোধনের পর রাজ্য সরকার নতুন নিয়ম রূপায়ণের জন্য গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখন থেকে পুর এলাকায় বিল্ডিং প্ল্যানের অনুমোদন দেওয়ার ক্ষেত্রে কাউন্সিলারদের সরাসরি কোনও ভূমিকা থাকবে না। পুরসভার এগজিকিউটিভ অফিসার, পদাধিকার বলে ওই কমিটির আহ্বায়ক হবেন। পুরসভার চেয়ারম্যানই হবেন কমিটির চেয়ারম্যান। কমিটিতে ভাইস চেয়ারম্যান ছাড়াও থাকবেন ফিনান্স অফিসার ও ইঞ্জিনিয়াররা। এছাড়া ‘বোর্ড অব কাউন্সিলার্স’ মনোনীত কোনও একজন কাউন্সিলারকেও কমিটিতে রাখার কথা বলা হয়েছে।
নতুন নিয়মে প্ল্যান অনুমোদনে কাউন্সিলারদের প্রভাব খাটানো বন্ধ হবে। সরকারি আধিকারিকরা বিবেচনা করে প্ল্যান অনুমোদন বা বাতিল করতে পারবেন। জেলায় জেলায় পুরসভাগুলিতে এসংক্রান্ত নির্দেশ পৌঁছে গিয়েছে। তার ভিত্তিতে রাজপুর-সোনারপুর বারুইপুরের মতো বেশ কিছু পুরসভায় কমিটি গঠন করে বৈঠকও হয়ে গেছে।