রাজ্যের ছটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন হতে চলেছে আগামী ১৩ ই নভেম্বর। নির্বাচন কমিশনের পক্ষ থেকে জারি করা এক নির্দেশিকায় জানানো হয়েছে, সিতাই, নৈহাটি, হাড়োয়া, মেদিনীপুর, তালরাংরা ও মাদারিহাট, এই ৬ আসনে ১৮ই অক্টোবর আগামী শুক্রবার বিজ্ঞপ্তি জারি করা হবে। ঐদিন থেকেই শুরু হবে মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ। ২৫শে অক্টোবর পর্যন্ত তা জমা দেওয়া যাবে। ২৮শে অক্টোবর সেগুলি পরীক্ষা করে দেখা হবে। প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন ৩০ শে অক্টোবর। গণনা ২৩ শে নভেম্বর।
উল্লেখ্য, এই ৬ টি আসনের বিধায়করা গত লোকসভা ভোটে জিতে সাংসদ নির্বাচিত হয়েছেন। তার ৬ মাসের মধ্যে উপনির্বাচন হওয়াটাই নিয়ম।
আগেই জানানো হয়েছে, সিতাই কেন্দ্রে বিধায়ক জগদীশচন্দ্র বসুনিয়া, মাদারিহাট থেকে মনোজ টিগ্গা, নৈহাটি থেকে পার্থ ভৌমিক, মেদিনীপুর থেকে জুন মালিয়া এবং তালরংরা থেকে অরূপ চক্রবর্তী ভোটে জিতে সংসদ হয়েছেন। হাড়োয়া থেকে শেখ নুরুল ইসলাম হাজী বসিরহাট আসনে সাংসদ হয়েছিলেন। সম্প্রতি তিনি প্রয়াত হন। সেই লোকসভা আসনের উপনির্বাচনের দিনক্ষণ অবশ্য আজ ঘোষণা করা হয়নি।