মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

August 7, 2024 9:50 PM

printer

রাজ্যের গ্রামীণ এলাকায় ডেঙ্গু ম্যালেরিয়ার মোকাবিলায় পঞ্চায়েত দফতর একটি বিশেষ অ্যাপ চালু করেছে।

রাজ্যের গ্রামীণ এলাকায় ডেঙ্গু ম্যালেরিয়ার মোকাবিলায় পঞ্চায়েত দফতর একটি বিশেষ অ্যাপ চালু করেছে। এই অ্যাপের মাধ্যমে মশাবাহিত রোগ নির্মূল করার দায়িত্বে থাকা কর্মীদের কাজের ওপর সরাসরি নজর রাখা হবে। পাশাপাশি, পঞ্চায়েত স্তরের কর্মীরা যে সব জায়গায় গিয়ে সমীক্ষা চালিয়েছেন, সেখান থেকেই তাঁদের ওই অ্যাপে যাবতীয় তথ্য আপলোড করতে বলা হয়েছে।
পুর এলাকাগুলিতে মশাবাহিত রোগের প্রকোপ দেখা দিলে তার মোকাবিলা এবং ডেঙ্গুর মশার লার্ভা ধ্বংস করার কাজে সরাসরি হস্তক্ষেপ করে পুর ও নগরোন্নয়ন দফতর। কিন্তু পঞ্চায়েত এলাকায় স্বাস্থ্য দফতরের কাছে যেতে হয়। আর সেকারণেই এই অ্যাপ চালু করা হয়েছে।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন