মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

December 6, 2024 1:34 PM

printer

রাজ্যসভা থেকে একগুচ্ছ টাকার বান্ডিল উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

রাজ্যসভা থেকে একগুচ্ছ টাকার বান্ডিল উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। গতকাল সভা মুলতুবি হওয়ার পর নিয়মমাফিক নাশকতা বিরোধী তল্লাশি চলাকালীন এগুলি উদ্ধার হয়। আজ সভা বসলে, চেয়ারম্যান জগদীপ ধনখড় জানান ২শো বাইশ নম্বর আসন থেকে এটি পাওয়া যায়। বর্তমানে এই আসনটি কংগ্রেস নেতা অভিষেক মানু সিংভি বসেন। ঘটনায় তদন্ত শুরু হয়েছে। সংসদ বিষয়ক মন্ত্রী ঋজিজু বলেন, তদন্তের বিষয়ে কোনো সদস্যের আপত্তি থাকার কথা নয়। রাজ্য সভার নেতা জেপি নাড্ডা বলেন, বিষয়টির সবার নিন্দা করা উচিত। বিরোধী দলনেতা মল্লিকার্জুন খর্গে বলেন, তার দল তদন্তের বিরোধী নয়। তদন্তের পরেই এই ঘটনার সত্যতা জানা যাবে।

এদিকে, অভিষেক মনু সিং ভি জানান,  তিনি শুধু একটি ৫০০ টাকার নোট নিয়ে  ১২:৫৭ মিনিটে রাজ্য সভায় প্রবেশ করেন। সভা দুপুর ১ টায় উঠে যায়। তিনি আরো জানান, তিনি ক্যান্টিনে ১:৩০ অবধি সাংসদ অযোধ্যা রাম রেড্ডির সঙ্গে ছিলেন। এরপর তিনি সংসদ ছেড়ে চলে যান।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন