কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বলেছেন, ভারতীয় সংবিধানের নথিতে উল্লিখিত চেতনাকে জাগ্রত করবে, এমন ভারত গড়ে তোলার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করার সময় এসেছে। রাজ্যসভায় আজ সংবিধানে গৌরব যাত্রার ৭৫ বছর উপলক্ষে এক বিশেষ আলোচনার সূচনা করে শ্রীমতী সীতারমণ বলেন, বিজেপি সর্বদায়-ই মহিলাদের কল্যাণ এবং মহিলা সংরক্ষণে দায়বদ্ধ। সংবিধানকে রক্ষা করার বিষয়ে দল প্রতিশ্রুতিবদ্ধ বলেও তিনি উল্লেখ করেন।
অন্যদিকে, আলোচনায় যোগ দিয়ে তৃণমূল কংগ্রেস সাংসদ সাকেত গোখেল বলেন, ভারতীয় সংবিধান দেশবাসীর কাছে সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক ন্যায় বিচার সুনিশ্চিত করেছে। কেন্দ্রের সরকার সংবিধানের ৯-টি মূল বিষয়কে লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেন তিনি।