রাজ্যসভার অধ্যক্ষ জগদীপ ধনখর, বিচারপতি জগদীপ ভার্মার বাড়ি থেকে অর্থ পাওয়ার কথিত অভিযোগে আজ সন্ধ্যায় সভার নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকে বসবেন। এই বিষয়টির গুরুত্ব উপলব্ধি করে শ্রী ধনখর বলেন যে সংসদের সার্বভৌমত্ব ও সর্বোচ্চ অবস্থানের কথা উপলব্ধি করতে হবে। এই বিষয়ে মুখ্য বিচারপতির তাৎক্ষণিক সিদ্ধান্তের তিনি প্রশংসা করেন।
রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়্গে অধ্যক্ষের এই সিদ্ধান্ত কে স্বাগত জানিয়েছেন। এই বিষয় নিয়ে গতকাল শ্রী ধনখর, সভার নেতা জে পি নাড্ডা ও বিরোধী নেতা মল্লিকার্জুন খাড়্গে কে নিয়ে বৈঠকে বসেছিলেন।