রাজ্যপাল পদে সিভি আনন্দ বোসের তৃতীয় বছরের সূচনা স্মরণীয় করে রাখতে আজ দিনভর রাজভবনে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকালে প্রধানমন্ত্রীর ‘এক পেঢ় মা কি নাম’ কর্মসূচির আওতায় রাজভবন চত্বরে বৃক্ষ রোপণ করা হয়। জাতীয় সংগ্রহশালা, ভিক্টোরিয়া মেমোরিয়াল সহ বিভিন্ন কেন্দ্রীয় সরকারী প্রতিষ্ঠানের কর্ণধাররা রাজ্যপালকে সম্বর্ধনা জ্ঞাপন করেন। পিছিয়ে পড়া এলাকার পড়ুয়াদের নিয়ে বসে আঁকা প্রতিযোগিতারও আয়োজন করা হয়। একটি চিত্র প্রদর্শনীরও তিনি উদ্বোধন করেন। দুপুরে বিশেষ ভাবে সক্ষম ব্যক্তিদের কৃত্রিম অঙ্গ উপহার দেওয়া হয়। সন্ধ্যায় রাজভবনে এক বর্ণময় সাংস্কৃতিক অনুষ্ঠানে সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে গ্রাউন্ড জিরো গভর্নর ও ব্রেক অ্যান্ড ব্রেক থ্রু
শীর্ষক রাজ্যপাল সিভি আনন্দ বোসের লেখা দুটি বই প্রকাশ করেন বিশিষ্ট নৃত্য শিল্পী মমতা শঙ্কর।