রাজ্যপাল সি ভি আনন্দ বোস আজ পূর্ব বর্ধমানের আউশগ্রামে ‘আমার গ্রাম’ কর্মসূচীতে অংশ নেন। আদিবাসী অধ্যুষিত শোকাডাঙা গ্রামে গিয়ে সেখানকার মানুষজনের সঙ্গে কথা বলেন তিনি। ঘুরে দেখেন তাঁদের তৈরী হস্তশিল্প সামগ্রীও।
রাজ্যপাল বলেন, প্রধানমন্ত্রী আদিবাসীদের উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। রাজ্যপাল হিসেবে মানুষের কল্যাণ নিশ্চিত করাই তাঁর কর্তব্য। আদিবাসী উন্নয়ন সংস্থা- ট্রাইফেড এবং বর্ধমান জুট বেস্ড গার্মেন্টস কো-অপারেটিভ ইন্ডাস্ট্রিয়াল সোসাইটির যৌথ উদ্যোগে ‘আমার গ্রাম’ কর্মসূচীর আয়োজন করা হয়।