মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

July 26, 2024 9:05 PM

printer

রাজ্যপালের দায়ের করা মানহানির মামলায় মুখ্যমন্ত্রী তাঁর সম্পর্কে যেকোনো মন্তব্য করতে পারবেন বলে কলকাতা হাইকোর্ট রায় দিয়েছে।

রাজ্যপাল সি ভি আনন্দ বোসের দায়ের করা মানহানির মামলায় কলকাতা হাইর্কোটের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, মুখ্যমন্ত্রী রাজ্যপাল সম্পর্কে যেকোনো মন্তব্য করতে পারবেন। মুখ্যমন্ত্রী বাদে বাকি চার তৃণমূল কংগ্রেস নেতার ক্ষেত্রেও এধরণের বিধিনিষেধ থাকছে না। তবে, এমন কোনো মন্তব্য করা যাবে না, যা মানহানির সংজ্ঞা বা মানহানি সম্পর্কিত আইনকে লঙ্ঘন করে। এ’সংক্রান্ত মামলায় সিঙ্গল বেঞ্চের অন্তর্বর্তীকালীন নির্দেশ’কে চ্যালেঞ্জ জানিয়ে মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে ডিভিশন বেঞ্চে আবেদন করা হয়। আজ বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় এবং বিশ্বরূপ চৌধুরীর বেঞ্চ জানান, মমতা ব্যানার্জি সহ চার নেতার মন্তব্যে প্রকৃতপক্ষেই মানহানি হয়েছিল কিনা, তার সিদ্ধান্ত সিঙ্গল বেঞ্চকেই নিতে হবে। আদালতের কাছে সব পক্ষ নতুন করে হলফনামা জমা দেবে।
এদিকে, রাজভবনে রাজ্যপালের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ তুলে ওই মহিলা অস্থায়ী কর্মী ন্যায় বিচারের দাবীতে এবার রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন। বর্তমানে মামলাটি সুপ্রিম কোর্টের অধীন। এর আগেও অভিযোগকারিণী, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে ই-মেইল মারফত চিঠি দিয়েছিলেন।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন